বিজয় বার্তা ২৪ ডট কম
কুতুবপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমরান মিশরী র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার কদমতলী ওয়াসা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবাসায়ীদের আস্তানায় র্যাব-১০ এর অভিযানের সময় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায় নিহত মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বিল্লাল মিশরী ডাকাতের ভাই ইমরান মিশরী।
জানা যায়, কুতুবপুরে সীমানা ঘেষা কদমতলীতে মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয় র্যাব-১০। এসময় মাদকব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে ইমরান মিশরী গুলিবিদ্ধ হয়। তার সাথে থাকা অন্যান্য মাদকব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এসময় মাদকব্যবসায়ীদের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ৫০০ পিছ ইয়াবা , নগদ ৬৯ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী নিশ্চিত করেন।