বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মুদী ব্যবসায়ী হাজী কুতুবউদ্দিন আহাম্মদ হত্যার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ৯টায় মানববন্ধন করবে এলাকাবাসী। মামলার এজাহারভুক্ত আসামী আজিজুল হকসহ অন্যান্যদের গ্রেফতারের দাবিতে সোনাকান্দা ডকইয়ার্ডের প্রধাণ ফটকের সামনে ওই মানববন্ধন কর্মসূচী পালণ করা হবে বলে জানিয়েছেন নিহতে ছোটভাই বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হেসেন। এতে বন্দর থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করবে। সূত্র মতে,গত ২৭ জুন দিবাগত রাত পৌণে ১২টায় বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেনের বড় ভাই মুদী ব্যবসায়ী হাজী কুতুবউদ্দিন আহাম্মদ সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন। সে সময় হাতে নাতে একটি সসুসই গিয়ার অস্ত্রসহ এলাকাবাসীর হাতে ধৃত হয় শামীম(২৪) নামে এক সন্ত্রাসী। এ ব্যাপারে পরদিন বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ১ম যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজসহ ৮জনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।