কিশোরগঞ্জ,বিজয় বার্তা ২৪
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ তিন যাত্রী নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকালে যাত্রীবাহী নৌকাটি একই পরিবারের ছয়জন যাত্রী নিয়ে উপজেলার জয়সিদ্ধি থেকে মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে যাচ্ছিল।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা এলাকায় ওয়ারা হাওর অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন- হাজেরা খাতুন (৭০), তাঁর মেয়েজামাই হজরত আলী (৩২) ও তাঁর ছেলে ওয়াসেত (৭)। নৌকার বাকি আরোহীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
নৌকার আরোহীরা সবাই একই পরিবারের এবং কবিরাজের কাছে চিকিৎসার জন্য জয়সিদ্ধি এলাকায় গিয়েছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।