বিজয় বার্তা ২৪ ডেস্ক
কাছে থেকে তবু ভেবে উঠি
অাচমকা অামি বোধোয় হারিয়ে গেছি
নীল ধ্রুবতারায় অসীম শূণ্যতা ছাড়িয়ে,
জন্মত্তর অপেক্ষার অবসান হয়ে গেল নাকি।!
পাশ ফিরে তাকাই তোমার দিকে
স্বপ্ন কিনা চিমটি কাটি হাতে;
বিভোর ঘুমে অাচ্ছন্ন তোমার পানে চেয়ে থাকি।
কি মায়া, কি পবিত্রতা ওই চেহারায়!
নিস্তেজ, শান্ত শরীরে অালতো পরশে
অাধো -চেতনে তোমার অনুভব করা
এক সমুদ্র ভাবনার স্বরলিপি অাঁকে।
এখনও অবাক হই তোমার ভালোবাসায়
এখনও কেঁপে উঠি তোমার নীরবতায়।
হারাতে হবে এমন ভাবনা অামাকে-
বিন্দু পরিমাণ বিচলিত করে না।
কারণ টা তুচ্ছ তবে সত্য
ভালবাসা শুধু পাওয়ার।
এ তো হারিয়ে যাওয়ার নয়, হারাবে না।
ভিন্ন বেশে ভিন্ন ভাষায় ভালোবাসা ফিরে অাসে
বারংবার হৃদয়ে দোলা দেয়।
উদ্বেলিত করে কোষ থেকে কোষান্তরে।