নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার বিকালে কাশীপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজ্বী আব্দুল বাসেদ মিয়ার বাড়িতে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.ওমর আলী ৮ ও ৯নং ওয়ার্ডের মুরব্বী ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ওমর আলী বলেন, ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি মো. শাহ আলমের আর্শিবাদ ও নেতাকর্মীদের প্রেরণায় এবার চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হয়েছি। দল আমার বিগত দিনের ত্যাগের কথা বিবেচনা করে নির্বাচনে মনোনয়ন দেয়ার ইঙ্গিত দিয়েছে। আমার বিশ্বাস কাশিপুর ইউনিয়নবাসী আমাকে তাদের মুল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদের খেদমত করার সুযোগ করে দিবেন।
তিনি আরো বলেন, আমি এই কাশিপুরের সন্তান, আমি সব সময় এলাকার অসহায় মানুষের পাশে থেকে আমার সাধ্যমত তাদেরকে সহযোগিতা করার চেস্টা করেছি। এলাকাবাসীর মুল্যবান ভোটে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানষুকে সাথে নিয়ে কাশিপুরকে ডিজিটাল ইউপিতে রুপান্তরিত করে তুলবো। সকল দলের লোকদের নিয়ে সহবস্থান করবো। ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহিৃত করে পরিকল্পনা মাফিক প্রকল্প গ্রহন করবো। জন্ম নিবন্ধন, ওয়ারিস সনদ, মৃত্যু সনদ, বয়স্কভাতা, বিধবা ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা আমি ভোটারদের ঘরে ঘরে পৌছে দিবো।
তিনি আরো বলেন, দলের মনোনয়ন নিশ্চিত হলেই এই প্রথমবার দলীয় প্রতীকে আমি নির্বাচন করবো। আমার ইউনিয়ন বাসী আমাকে তাদেও ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের সেবায় নিজেকে উৎসর্গ করবো।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মমতাজ উদ্দিন, যুবদল নেতা আব্দুল মান্নান, মো. পিন্টু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।