বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ফতুল্লার কাশীপুরের ব্যাংক কর্মকর্তা দিপংকর সরকার চঞ্চল। এদিকে মারাত্মকভাবে আহত হলেও কোন প্রকার আইনী সহায়তা করছেন না ফতুল্লা মডেল থানা পুলিশ। বরং ঘটনাকে ধামা চাপা দিতে কমরে গামছা বেঁধে মাঠে নেমেছেন ফতুল্লার ক্ষমতাসীন দলের এক প্রভাশালী নেতা।
ঘটনা সূত্রে জানা গেছে, ফতুল্লা থানাধীন কাশীপুর দেওয়ান বাড়ি হিন্দু বাড়ি এলাকায় বিজয় সরকারের ছেলে চঞ্চল পাশের বাড়ির মাদক ব্যবাসায়ী তারক নাথ, লোকনাথ, জিতুকে বিগত দিনে মাদক ব্যবসায় বাঁধা প্রদান করেন। সেই জের ধরে গত শুক্রবার দুপুরে চঞ্চলকে হত্যার উদ্দ্যেশে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। তাতে মারাত্মকভাবে আহত হয় চঞ্চল। বিজয় সরকারের মালিকাধীন জায়গা দখলে স্থানীয় প্রভাবশালী নেতার শেল্টারে পায়তারা করেছেন মাদক ব্যবাসায়ী তারক নাথ, লোকনাথ, জিতু।
এদিকে, মাদক ব্যবসায়ীদের বাঁচাতে ঘটনাস্থলে উপস্থিত হন ক্ষমতাসীন দলের স্থানীয় এক প্রভাবশালী নেতা। ওই প্রভাবশালী নেতা মাদক ব্যবসায়ীদের পক্ষে সাফাই গাওয়ায় বেপোরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ী তারক নাথ, লোকনাথ, জিতু, যদু নাথের বস স্থানীয় দুই নং ওয়ার্ডের মেম্বার এমদাদুল হক খোকা। খোকার বিরুদ্ধে বিগত দিনগুলোতে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। আর খোকা বাহিনীকে শেল্টার দিচ্ছে ওই প্রভাবশালী নেতা।
সূত্রে আরো জানা যায়, কাশীপুরের অলিতে গলিতে এখন সর্বত্র হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। প্রকাশ্যে মাদক বিক্রি হলেও প্রশাসন নিরব। তবে এলাকাবাসীদের দাবি মাদক নির্মূল করতে হলে আগে মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতাদের নির্মূল করতে হবে। তাহলেই মাদক মুক্ত হবে কাশীপুর।
সাংসদ শামীম ওসমানের স্বপ্ন মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শহরকে মাদক মুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।