নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কাশিপুর ইউনিয়ন পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেছেন, আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে এবং কবরস্থানে দাফন করা হবে। যার কারনে আমার কাশিপুরের প্রতিটি এলাকার কবরস্থান গুলোতে আলোকিত করতে সোলার লাইট লাগানোর সিদ্ধান্ত গ্রহন করি।
বৃহস্পতিবার সকালে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোথায় কোথায় লাইট লাগানো প্রয়োজন তা তালিকা তৈরি করে লাইট লাগাবো। কাশিপুর ইউনিয়নের যত গুলো কবরস্থান রয়েছে এবং যেসব এলাকার রাস্তায় অন্ধকার দেখে অপরাধীরা অপরাধ করার সুযোগ পায় ঐসব এলাকার রাস্তা গুলো পরিদর্শন করে সোলার লাইট লাগানোর উদ্যোগ নেন তিনি।
এসময় তিনি সোলার লাইট লাগানোর বিষয়ে ইঞ্জিনিয়ার সাথে নিয়ে কত গুলো লাইট লাগানো যায় তা তালিকা তৈরি করেন।
এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএ মান্নান, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা আলিম শেখ যুবলীগ নেতা মনির হোসেন, ,সেলিম মিয়া, জাহাঙ্গীর, হুমায়নসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।