আনিসুজ্জামান অনু,বিজয় বার্তা ২৪ ডট কম
একেই বলে সমাজসেবক,একেই বলে জনপ্রতিনিধি। এলাকার উন্নয়ন কিংবা শিক্ষার মান বাড়াতে শুধু ভুমিকা রাখছেন তাই নয়, এলাকায় ইভটিজিং সহ মাদক প্রতিরোধেও সমান ভূমিকা রেখে যাচ্ছেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও একজন সবল চেয়ারম্যান কিংবা একজন মোটা-তাজা নেতার চেয়েও বেশী সার্ভিস দিয়ে যাচ্ছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সফল সভাপতি সাইফুল্লাহ বাদল। আগামী ১৭ জুলাই তারিখে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জনগনের সেবায় নয়ামাত্রা যোগ করতে যাচ্ছেন তিনি। আর এ নয়ামাত্রায় উন্নয়নের মডেল হিসাবেই গড়ে উঠবে কাশিপুর এমনি স্বপ্ন এলাকাবাসীর।
জানা যায়, ঈদের পর পরই গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায মিতার মায়ের বাড়ীতে নিজেই অভিযান শুরু করেন কাশিপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল। এলাকাবাসীর সহযোগিতায় দুই মাদক ব্যবসায়ী মোবাশ্বের (৫৫) ও আমিরুল(৪৪)কে। পরে ঘর তল্লাশী করে ৭ হাজার ৮‘শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।
আটককৃতদের মধ্যে মোবাশ্বের কক্সবাজার জেলার মৌলভীপাড়া এলাকার বসরত আলীর ছেলে আর আমিরুল পশ্চিম দেওভোগ এলাকার শফিউল্লাহ‘র ছেলে। তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে নারায়নগঞ্জে ব্যবসা চালিয়ে আসছে।
এর আগেও এলাকার মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি স্কুল-কলেজ শিক্ষার্থীদের নির্বিঘেœ চলাফেরা নিশ্চিত করতে ইভটিজিং প্রতিরোধে বখাটে শায়েস্তা করেছেন সাইফুল্লাহ বাদল।
এ ব্যাপারে সাইফুল্লাহ বাদল বলেন, এমপি শামীম ওসমানের নেতৃত্বে ফতুল্লাসহ সমগ্র নারায়নগঞ্জ মাদকসহ অপরাধমুক্ত করার জন্যে কাজ করছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় কাশিপুরবাসী প্রতিনিয়তই ভুমিকা রেখে আসছে। শুধু মাদক নয় ইভটিজিং প্রতিরোধেও কাজ চলছে।
উল্লেখ্য,এম সাইফুল্লাহ বাদল ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছেন। এবার নারায়নগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটিও তার হাতে তুলে দেন এলাকার উন্নয়নে নেতৃত্ব দেয়ার জন্যে। এখন কাশিপুরবাসীর বক্তব্য হচ্ছে, সাইফুল্লাহ বাদলের মত একজন নেতা পেয়ে সত্যিই ভাগ্যবান কাশিপুরবাসী ।