নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৩ নং ওয়ার্ডের কালীরবাজারের এ.সি.ধর রোডস্থ স্বর্ণপট্টিতে আরসিসি ডীপ ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
উদ্বোধন শেষে কালিরবাজার ও আমলাপাড়া এলাকার ব্যাবসায়ী ও এলাকাবাসীর সাথে সংক্ষিপ্ত মত বিনিময় কালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন বিবি রোডের দীপা সুইট থেকে শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল পর্যন্ত ড্রেনটি নির্মানে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যায় হবে।তিনি আরো জানান ড্রেনটি নির্মিত হলে বৃহত্তর আমলাপাড়া এলাকার কেবি সাহা রোড,কেসি নাগ রোড,এসি ধর ও কালিরবাজার কাচাবাজারের জলাবদ্ধতার অবসান হবে,ইনশাল্লাহ।তিনি এলাকার উন্নয়নে এলাকাবাসীর সহযোগিত কামনা ও সবার কাছে অনুরোধ করে বলেন তারা যেন গৃহস্থালী আর্বজনা যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনের ভ্যান গাড়ীতে আর্বজনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন এ.সি.ধর রোড ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি রহমত উল্লাহ ফারুক,সাধারন সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ,মহিউদ্দিন আহম্মেদ,শাহজাহান খন্দকার,হাজী আঃরহমান,মজিবর সিকদার,মোঃমোহসীন,মোঃলতিফ,কৃষনা সাহা,সেলিম রেজা,আনোয়ার মাহমুদ বকুল,জানে আলম দুলাল,মজিব সরকার,রিটন দে,সিটি উপ সহকারী প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ।