বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানী ঢাকার দক্ষিন সিটি কর্পোরেশনের কামরাঙ্গীর চর রসুলপুর চাঁদ মসজিদ এলাকায় থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মেল্লার বসত বাড়ি এবং বাড়ির পাশ্ববর্তী তার অফিসে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। জানা যায়, গত (২৮ নভেম্বর) সোমবার দিবাগত রাত দেড় টায় দিকে স্থানীয় এলাকার ছাত্রলীগ নামধারী বিপ্লব, শিবুল মাদবর, বাবু দেওয়ান, শহিদুল, জয়নাল, চঞ্চল, বক্রার বাবু সহ অজ্ঞাত আরো ১০/১২ জন সন্ত্রাসী প্রথমে ফেরদৌস মেল্লার বাড়ির ভেতরে ঢুকে কোন কিছু বুঝে উঠার আগেই তান্ডব চালাতে থাকে। এক পর্যায়ে ঘর থেকে বের হয়ে কি কারনে এসব করছে তারা জানতে চাইলে তারা কিছু না বলে তার বাড়ির পাশ্ববর্তী থাকা তার একটি অফিস ভাংচুর করে চলে যায় তারা। প্রায় ঘন্টাব্যাপি এই তান্ডব চলে বলে জানায় স্থায়ীয় এলাকাবাশি। এ ঘটনায় ফেরদৌস মোল্লা রাতেই বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করেছেন। লিখিত অভিযোগের বিবরনে ফেরদৌস মোল্লা জানান, তিনি কামরাঙ্গীর চর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এবং বঙ্গবন্ধুর একজন সাহসী সৈনিক। তার কারনে এলাকায় কোন ধরনের অপকর্ম হতে পারে না। তিনি সর্বদা অন্যায়ের প্রতিবাদ করেন। অপকর্ম করতে না পেরে স্থানীয় এলাকার ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী তার বাড়িতে তান্ডব চালিয়ে তার অফিস ভাংচুর করে। কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কমিটিতে এদের কারো কোন পদ-পদবী বা নাম নেই। তিনি আরো জানান, এরা বিএনপি-জামায়াত এর রাজনীতির সাথে জরিত। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম তারা এলাকায় করছে। তিনি আরো জানান, এদের বিরুদ্ধে এলাকাবাশীর সকলের এক হয়ে কঠিন প্রতিরোধ গড়ে তোলা দরকার। এরা বঙ্গবন্ধুর গড়া সোনার এই বাংলাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে আর চাইছে বাংলাদেশ আওয়ামীলীগের অমঙ্গল। কামরাঙ্গীরচর থানার অফিসার (ইনচার্জ) মোঃ মহসিন এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।