স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব রাজনৈতিক দল আমন্ত্রণ পাবে। এছাড়া কাউন্সিলে যোগ দিতে ১৫-২০টি বিদেশি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম সাধারণ ডা. দীপু মনি এ কথা জানান।
তিনি আরো বলেন, আমরা জাতীয় কাউন্সিলকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে করে যাচ্ছি।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে ডা. দীপু মনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, লে. কর্নেল (অব) ফারুক খান, জুনাইদ আহমেদ পলক, শাহরিয়ার আলম, নাজমুল হাসান পাপন, অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক মুহাম্মদ সামাদ প্রমুখ।