বিজয় বার্ত ২৪ ডট কম
বন্দরে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদের উদ্যোগে বহু আকাঙ্খিত সিরাজদৌল্লাহ সড়কের নির্মান কাজ দ্রুততম ভাবে এগিয়ে চলেছে। রবিবার সকাল ১০টায় তিনি বন্দর উইলসন রোড’স্থ সিরাজদৌল্লাহ সড়কের নির্মান চলাকালে শ্রমিকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নাসিক ওয়ার্ক এ্যাসিষ্টেন্ট মোঃ সোহেল,একেএম শাাহআলম,মোঃ আলআমিন মোঃ ফালান মিয়া,মোঃ দেলোয়ার মিয়া,শাদমান সাকিব,রহমত মিয়াপ্রমুখ। বন্দর ত্রিবেনী হতে খানবাড়ী মোড় পর্যন্ত ৫০ফিট প্রসস্ত এ সড়কের মধ্যে বন্দর বাজার তেলের পাম্প থেকে সিরাজদৌল্লাহ ক্লাবের মসজিদ পর্যন্ত দ্রুতভাবে নির্মান কাজ এগিয়ে চলেছে।