বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে নাসিক নির্বাচনে সংরক্ষিত আসন ১ (ওয়ার্ড নং- ১,২ ও ৩) এর নারী কাউন্সিলর প্রার্থী মাদক ব্যবসায়ী নাজমার বাড়ির মাদক আস্তানায় ডিবি পুলিশ অভিয়ান চালিয়েছে। অভিযানে সজিব (২৫) নামে নাজমার এক মাদক বিক্রতাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এর আগে অভিযান টের পেয়ে নাজমার ছেলে চিহ্নিত মাদক সম্রাট রাজু ও তার অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারের পর সজিব ডিবি পুলিশের কাছে স্বীকার করে ইয়াবা ট্যাবলেট গুলো নাজমা বেগমের। তার ছেলে রাজুর তাদের দিয়ে বিক্রয় করায়। বিনিময়ে তারা কমিশন পায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতারকৃত সজিব ও কাউন্সিলর প্রার্থী নাজমার ছেলে রাজুর বিরুদ্ধে মাদক আইনে রোববার ( ০৪ ডিসেম্বার) একটি মামলা দায়ের করে আদালতে পাঠিয়ে দেয়। এর আগে শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল কালাম আজাদ সিদ্ধিরগঞ্জের আটি মুক্তিনগর এলাকায় কাউন্সিলর প্রার্থী নাজমার বাড়িতে অভিযান চালিয়ে সজিবকে ওই ইয়াবাসহ গ্রেফতার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নাসিক নির্বাচনে সংরক্ষিত আসন ১ (ওয়ার্ড নং- ১,২ ও ৩) এর নারী কাউন্সিলর প্রার্থী মাদক ব্যবসায়ী নাজমা বেগমের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ৩টি মামলা রয়েছে। সে র্যাবের ক্রস ফায়ারে নিহত দিনা ডাকাতের বড় বোন। ওই মাদক ষ্পটটি নাজমা বেগম ও তার ছেলে রাজু নিয়ন্ত্রন করে থাকে। এর আগেও একাধিকবার র্যাব, পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমানের মাদকদ্রব্যসহ নারী কাউন্সিলর প্রার্থী মাদক ব্যবসায়ী নাজমা বেগম ও তার ছেলে রাজুকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত সজিব মাদক ব্যবসায়ী নাজমা বেগমের ছেলে রাজু ওরফে সূর্য এর মাদক মাদক বিক্রয় করে থাকে।