নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণের আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বন্দর থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিমের উদ্যোগে শুক্রবার থানার কদম রসুল দরবার শরীফ মসজিদ,বড়বাড়ী জামে মসজিদ ও কবিলের মোড় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বাদ জুম্মা আয়োজিত এসব মিলাদ মাহফিলের মধ্যে কদমরসুল দরবার শরীফ জামে মসজিদে শরীফুল ইসলাম শাহীন,কবিলের মোড় জামে মসজিদে মাওলানা মোহাম্মদ রিপন ও বড়বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সোহরাব হোসেন পৃথক পৃথক দোয়া পরিচালনা করেন। এতে অংশ নেন বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,মোক্তার হোসেন মোঃ আমান,যুবলীগ নেতা ফারুক প্রধাণ,ফারুক হোসেন,রাজু আহমেদ সুজন,নাজমুল হাসান,মোসাদ্দেক আলী আঙ্গুর,আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমির হোসেন ভুলু,কদমরসুল কলেজ’র ছাত্র শাকিব,মোঃ মাজেদ,মোঃ তুষার প্রমুখ।