বিজয় বার্তা ২৪ ডট কম
পরপর চারবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলী হোসেন আলা মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…..
বিষয়টি নিশ্চিত করে নাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সচিব সাজ্জাদুল ইসলাম বলেন, আলী হোসেন আলা ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। রাত সাড়ে দশটার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ নিহতের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। মরদেহ বাসায় আনার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।