নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরের কাইতাখালীস্থ ক্লাসিক বয়েজ ক্লাব আয়োজিত আবু বক্কর সিদ্দিক স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কাইতাখালী শাপলা সংসদকে ২ রানের সুস্পষ্ট রানে ব্যবধানে হারিয়ে নবীগঞ্জ ডিয়ার বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে। খেলা শেষে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মীনী ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিআইডি পুলিশ পরিদর্শক মহিউদ্দিন অটল পিপিএম, বন্দর থানার ওসি আবুল কালাম, নারায়ণগঞ্জ মহিলালীগের সভাপতি ও নাসিক ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইশরাত জাহান খান স্মৃতি ও কদম রসুল কলেজের সভাপতি প্রফেসর শিরিন বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন, ইউনুছ সিকদার, খন্দকার আমজাদ হোসেন, আঃ রউফ কালা, আয়নাল হক সিকদার, ব্যবসায়ী নাসির উদ্দিন, শাকিল, শিমা সুলতানা শিমলা, কলি বেগম, কামরুন নাহার প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলকে প্রধান অতিথি টিভি তুলে দেন।