বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী ৫৯ বছর বয়সী শামসুন্নাহার বেগম ও তার আট বছরের নাতনি আরিজা ওরফে অরফি আক্তার।
প্রত্যক্ষদর্শী জহুরা খাতুন জানান, তারা নারায়ণগঞ্জ বন্দর দড়ি সোনাকান্দা এলাকায় থাকেন। সকালে তার ভাই নূর মোহাম্মাদ, ভাবি শামসুন্নাহার ও তাদের নাতনি আরফিকে নিয়ে নরসিংদীতে যাচ্ছিলেন। সেখানে শামসুন্নাহারের মেয়ের ঘরের আরেক নাতনি অসুস্থ থাকায় তাকে দেখতে যাচ্ছিলেন।
জহুরা খাতুন কবিরাজি চিকিৎসা করেন। এজন্য তাকেও সঙ্গে নিয়েছিলেন। তারা বাসে করে বন্দর থেকে কাঁচপুর আসেন। এরপর চারজন রাস্তা পার হচ্ছিলেন। প্রথমে নূর মোহাম্মদ একাই পার হয়ে যান। এরপর নাতনির হাত ধরে পার হচ্ছিলেন শামসুন্নাহার। আর তাদের পেছনে ছিলেন জহুরা। এ সময় একটি দ্রুতগতির বাস তাদের দুজনকে চাপা দেয়।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি বাসচাপায় গুরুতর আহত হন দাদি-নাতনি। পরে হাসপাতালে নেয়ার পর দুপুর ১টার দিকে দাদিকে ও বিকেল ৩টার দিকে নাতনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।