বিজয় বার্তা ২৪ ডট কম
৫ দফা দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রহিম স্টীল ফ্যাক্টরীর শ্রমিক ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েক হাজার শ্রমিক প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এ কর্মসূচী পালন করেন।
রহিম স্টীল ফ্যাক্টরীর শ্রমিকরা জানায়, রহিম স্টীল ফ্যাক্টরীর বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধ কর, অবিলম্বে চক্রান্তকারীদের শাস্তি চাই, দিতে হবে, আমরা শ্রমিক শান্তি চাই, শান্তি মত কাজ করতে চাই ও কারখানাটি যাতে বন্ধ না হয় সহ ৫ দফা দাবীতে আমরা শান্তিপূর্ণ ভাবে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছি।
তারা বলেন, যদি কোন কারণে কারখানাটি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ৩ হাজার শ্রমিকের পরিবারের কয়েক হাজার মানুষ না খেয়ে মরতে হবে।
কারখানার শ্রমিক আকবর হোসেন ও জজ মিয়া বলেন, আমরা গরিব মানুষ। চাকরি করে কোন রকমে ডাল, ভাত খেয়ে বেঁচে আছি। একটি মহল ফ্যাক্টরীটি বন্ধ করার পায়তারা চালাচ্ছে। এ সকল চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
হোসেন মিয়া ও দেলোয়ার হোসেন জানান, আমাদের ৫ দফা দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা।
শ্রমিক নেতা মাহবুব হোসেন ও শাহ জালাল জানান, শ্রমিকদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকদের সংঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব আমরা।