বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কাঁচপুরে সাংবাদিকের ওপর হামলাকারী বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার বিকেলে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর দৈনিক বাংলাদেশ সময়ের নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নিশাণের ওপর অতর্কিত হামলার প্রধান আসামি বাবুলকে মঙ্গলবার আটক করা হয়। ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না দিতে পারায় তাঁকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমিনুল ইসলাম জানান, বাবুলের বিরুদ্ধে নানা এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং পরিচালনা, ডেভেলপার কোম্পানির ভবন-ভূমি দখলসহ নানা অভিযোগের তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পশ্চিম বেহাকৈর বেন্ডসমীল এলাকায় একাধিক মামলার আসামি ও মাদক কারবারি বাবুল হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ৫ থেকে ৬টি মোটরসাইকেলে করে এসে লাঠিসোঠা দিয়ে হঠাৎ নিশাণের ওপর হামলা করে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে সোনারগাঁও থানা-পুলিশের একটি ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে নিশাণকে উদ্ধার করে।
পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইদিনই সোনারগাঁ থানায় একটি জিডি করেন আব্দুল হালিম নিশাণ।