বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে পদযাত্রার কর্মসূচিতে আসা নেতাকর্মী অবস্থান নিতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে পদযাত্রা কর্মসূচি করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা বাকবিতন্ডার জড়ায়। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে। এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে৷
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, পদযাত্রার নামে বিনা অনুমতিতে মহাসড়কে শৃঙ্খলা করার চেষ্টা করা হয়। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তারা যানচলাচলে ব্যাঘাত ঘটাতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ জনগণের জানমাল রক্ষায় রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে৷
তবে বিএনপি নেতাদের দাবি, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা আমজাদ গুলিবিদ্ধ হয়েছে। এদিকে কেন্দ্রীয় কমিটির সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ তার লোকজন নিয়ে মিছিল করে কাঁচপুরের আসলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এর পরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতারা।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মী শহরের খানপুর থেকে নিতাইগঞ্জ পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি করেছে।