নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রানাপ্লাজা ধসের চতুর্থ বছর পূতি উপলক্ষে সোমবার বিকেলে কাঁচপুরে মানববন্ধন পালন করেছে শ্রমিকরা। মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজতানিত্রক শ্রমিক ফ্রন্টএর সভাপতি আবু নাঈম, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট এর সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম সৌরফ সহ-সভাপতি ও কাচঁপুর শিল্পাঞ্চল নির্মাণ শ্রমিক সভাপতি আমান উল্ল্যাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, রানা প্লাজা ভবন ধসের ঘটনায়১১৩৭ শ্রমিক নিহত হন, ২৫০০ শ্রমিক গুরুতর আহত হয় এবং ৩০০ শ্রমিক নিখোঁজ রয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন শ্রমিকরা মাথার গাম পায়ে ফেরে উপার্জন করে কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য মজুরী পায়না। শ্রমিকদের শোষণ করা হচ্ছে। শ্রমিকরা তাদের সকল পাওনাদি আদায়ের দাবি জানিয়েছেন এবং তাদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আগামী ২৪ এপ্রিল গেির্মন্টস শ্রমিক শোক দিবস পালন করবে বলে শ্রমিক নেতারা জানান।