বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে যানজট নিরসনে রোবট স্কাউটদের সাথে মতবিনিময় সভা ও নিরাপত্তা পর্যবেক্ষনের জন্য ওয়াচ টাওয়ার উদ্বোধন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহাফুজুর রহমান নুরুজ্জামান। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর সেতুর পূর্ব পাড়ে এই ওয়াচ টাওয়ার উদ্বোধন ও মতবিনিময় সভা করেছেন।
এসময় ডিআইজি জানায়, মহাসড়কে যানজট নিরসনের জন্য ঢাকার আশপাশে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ১ হাজার রোবট স্কাউট স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। এছাড়াও তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর পয়েন্টে যানজট নিরসনে রোবট স্কাউট সদস্যদের সাথে ডিআইজি মাহাফুজুর রহমান নুরুজ্জামান মতবিনিময় ও ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন।
এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুর হক, বিএমএ’র সভাপতি ডাঃ শাহনেওয়াজ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও এলাকার সুধীজন প্রমূখ।