বিজয় বার্তা ২৪ ডেস্ক
দু’ নৌকাতে ভাই পা রেখেছি
জীবন হেলা ফেলা,
দেখতে দেখতে বয়স বাড়ে
ফুরিয়ে যায় বেলা।
আসবে কবে সেদিন আবার
ছুটবো সবুজ ঘাসে,
স্মৃতিগুলো সব বড্ড জ্বালায়
কষ্টের এ প্রবাসে।
তোমরা সবাই সুখেই আছো
আত্মীয় স্বজন নিয়ে,
আমার পকেট যে শূন্য হয়
দায়িত্ব পালনে গিয়ে।
মাস শেষে টাকাটা গুনো
খবর কিছু নাও?
বার ঘন্টা কাজ সেরে খাই
মরিচ বাটার ঝাউ।
বুঝে না কেউ বুঝে না ওরা
কি যে কষ্ট প্রবাসে,
পথ চেয়ে শুধু থাকে সবাই
দিনার রিঙ্গিতের আশে।
সবাই ভাবে ভালো আছি
কামাচ্ছি কতো ডলার,
কষ্টের কথা হাসিতে উড়ায়
যায় না কাউকে বলার।
পান্তা খেয়ে কাজে বের হই
পকেটে থাকে রুটি,
ত্রিশ দিনেই যে কাজ থাকে
কপালে নেই ছুটি।
আর না বিদেশ বলি সবাই
চল ফিরে যাই দেশে,
মাটি কামড়ে থাকবো পড়ে
আমার বাংলাদেশে।
বাবা বলে- আসিস না বাজান
দেশের অবস্থা ভাল না,
মা বলে- ঠিক মতো খাস কিন্তু
অবহেলা করিস না।
বোন বলে- ভাইয়া যদি আসে
ঐ ভাবীটাই আনবো,
উদাস মনে ভাবছি- হায়রে বিধি
কিসের সংসার বাঁধবো?
কাকে দেখাব বুকের আগুন
কে দেখবে এই জ্বালা,
এ বেশেতে দেশে গেলে ভাই
দিবে কে গলায় মালা?
চাই না আমার রাজকন্যা
চাই না বিয়ের সাজ,
জেল না খেটে ফিরবো দেশে
স্বপ্ন এটাই আজ।
কাঁপছি দেখো ভীষন জ্বরে
একলা ঘরে রই,
চোখের জলে বালিশ ভিজে
মাগো তুমি কই?
চাই না আমার বাড়ী গাড়ী
চাই না নবাব বেশ,
তোমার বুকেই ফিরবো মাগো
আর নয় বিদেশ।