বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে কল্যান্দী-টু-সাবদী সড়ক প্রসস্তকরনে ব্যাপক অনিয়ম ও দুণীতির অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিম ওসমান সম্প্রতি কাবিখা,কাবিটা ও টিআরসহ বিভিন্ন সরকারি বরাদ্ধের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ সড়কটি উন্নয়নের স্বার্থে ৪০ফুট প্রসস্তকরণের পদক্ষেপ গ্রহণ করলেও সাংসদের ওই লক্ষ্য ধূলিস্যাতে মরিয়া হয়ে উঠেছে একটি অসাধূ চক্র। গত ৩মাস ধরে ওই সড়ক প্রসস্তকরণে বন্দর উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপর ওই উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব অর্পণ করলেও তাদের কর্মকান্ডে অস্বচ্ছতার অভিযোগ তুলেছে এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়,এমপির পরিকল্পনা অনুযায়ী সড়ক প্রসস্তকরণের মাষ্টার প্ল্যানে রয়েছে ৪০ফুট। কিন্তু মাঠ পর্যায়ে জায়গা নির্ণয় করতে এসে ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির মহোৎসবে মেতে উঠেছে। মূলতঃ প্রক্রিয়াটি করা হয় ২০ফুট পাকা সড়ক এবং সরকারি খাল তথা হালটের ২০ফুটসহ ৪০ফুট প্রসস্তকরণের। কিন্তু সরকারি খাল ও হালট দখল করে স্থাপনা নির্মাণকারীদের যোগসাজশে কিংবা রহস্যজনক কারণে ওই সকল অবৈধ স্থাপনা অক্ষত রেখে সড়ক প্রসস্তকরণ স্থান নির্ণয় কাজ সম্পন্ন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বিশেষ করে জিওধরা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে তোলা শহীদ ভেন্ডারের মার্কেট এবং সেলসারদীর কথিত জাতীয় পার্টির নেতা অখিলউদ্দিনের বাসভবনের প্রধাণ ফটকটি রহস্যজনক কারণে অক্ষত রাখা হয়েছে। শহীদের মার্কেট এবং অখিলউদ্দিনের বাড়ির দেয়াল অক্ষত থাকায় এলাকাবাসীর মাঝে নানা সমালোচনার সৃস্টি করে। কারো কারো অভিযোগ,দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে অবৈধ দখলদারদের অন্যায় আবদার রক্ষা করে চলেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আশু ব্যবস্থা গ্রহণের জন্য কল্যান্দী টু সাবদী অঞ্চলের সর্বস্তরের জনসাধারণ বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করছে।