বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের কল্যান্দী খনকার বাড়ি এলাকার দুর্ধর্ষ ত্রাস জুম্মান ওরফে পিস্তল জুম্মান ফের বেপরোয়া হয়ে উঠেছে। ২০০৯ সালের ১১ মার্চে অস্ত্র বিক্রির সময় র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-১১’র হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ দিন জেল হাজতে বন্দী জীবন কাটায়। যার মামলা নং ২৪(৩)০৯ই। ওই মামলায় জামিনে বের হওয়ার পর থেকেই জুম্মান পূণরায় এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলেছে। তার নেতৃত্বে গোটা কল্যান্দী এলাকায় ইয়াবা ফেন্সিডিল ও গাঁজাসহ সকল প্রকার মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছে। জুম্মান মূলতঃ ওই এলাকার কুখ্যাত মাদক স¤্রাট রাশেদের সহযোগিতায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এলাকায় সে নিজেকে ডিস ব্যবসায়ী হিসেবে পরিচয় দান করলেও স্থানীয় কতিপয় প্রভাবশালীদের শেল্টারে জুম্মান তার অনৈতিক কর্মকান্ড বজায় রেখে চলেছে। তার নেতৃত্বে এলাকার আনাচে কানাচে পথচারীদের রাত-বিরাতে আটক করে চুরি ও ছিনতাইয়ের আধিপত্য গড়ে তোলা হয়েছে। প্রতিদিন অগণিত পথচারী ও জন সাধারণ তার বাহিনীর কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে। এদিকে সম্প্রতি ডিস ব্যবসার আধিপত্য নিয়েও অস্ত্রধারী সন্ত্রাসী জুম্মান চাঁদার দাবিতে ওই এলাকার অপরাপর ডিস ব্যবসায়ী মনির হোসেনের সংযোগ রাতে আধারে কেটে ক্ষতিসাধন করে। এ ব্যাপারে ভুক্তভোগী মনির হোসেন ভয়ংকর সন্ত্রাসী জুম্মা বাহিনীর কবল থেকে রেহাই পেতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বন্দর থানা পুলিশের অদক্ষতার কারণে সন্ত্রাসী জুম্মান বীরদেের্প তা কুকর্ম পরিচালনা করে যাচ্ছে। জুম্মান বাহিনীর ভয়ানক প্রতাপ হতে রেহাই পেতে কল্যান্দী তার আশ পাশের সচেতন এলাকাবাসী তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার তথা র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব এর আশু হস্তক্ষেপ কামনা করছে।