বিজয় বার্তা ২৪ ডট কম
কলাগাছিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজের বিভিন্ন কক্ষ এবং আলমিরা ও সিন্ধুকের তালা ভেঙ্গে নথিপত্র চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের গভর্ণিং বডি’র সদস্য হাজী দেলোয়ার হোসেন বাদী হয়ে বন্দর থানায় ওই চুরির মামলাটি দায়ের করেন। যার নং ০৩(১২)১৬ই। মামলায় উল্লেখ করা হয়,বৃহস্পতিবার রাতে যে কোন সময়ে কে বা কারা বিদ্যালয়ের প্রধাণ ফটকের গেট ও বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা প্রধাণ শিক্ষকের অফিস কক্ষের ষ্টীলের আলমিরা ও সিন্ধুকের তালা এবং সহকারি শিক্ষকদের ষ্টীলের আলমিরার তালা ভেঙ্গে প্রতিষ্ঠানের মূল্যবান নথিপত্র নিয়ে যায়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান জানান,উদ্দেশ্য টাকা পয়সা কিংবা মালামাল নয়,মূলতঃ নিতেই কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় মনির হোসেন মেম্বার জানান,বিদ্যালয়ের কোনকিছুই খোঁয়া যায়নি তবে বিষয়টি রহস্যজনক। এদিকে স্থানীয়দের মধ্যে গুঞ্জণ শোনা যায়,নথিপত্র চুরির পেছনে অন্য কোন রহস্য আছে কিনা কিংবা কাউকে ফাঁসানোর চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা দরকার।