বিজয় বার্তা ২৪ ডট কম
ধামগড় ইউনিয়নের পর এবার দায়িত্বভার গ্রহণ করলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণসহ নব-নির্বাচিত মেম্বারবৃন্দ।
রোববার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ঘরোয়া পরিবেশের মধ্য দিয়ে পরিষদের সচিব আবদুল লতিফ হাওলাদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্বভার গ্রহণ করেন। চেয়ারম্যান দেলোয়ার প্রধাণ ছাড়াও উপস্থিত মেম্বাররা হচ্ছেন ১,২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য হাছিনা বেগম পলি.৪,৫ ও ৬নং ওয়ার্ডের নারী সদস্য মাসুদা আক্তার,৭,৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য উম্মে হাবিবা পান্না,১নং ওয়ার্ডের সাধারণ সদস্য আবদুল মোমেন কচি মেম্বার,২নং ওয়ার্ডের মোঃ জামান প্রধাণ মেম্বার,৩নং ওয়ার্ডের হাবিবুর রহমান মেম্বার,৪নং ওয়ার্ডের মোঃ ফারুক হোসেন ফালান মেম্বার,৫নং ওয়ার্ডের হাজী মকবুল হোসেন মেম্বার,৬নং ওয়ার্ডের মোঃ জিয়াউদ্দিন মেম্বার,৭নং ওয়ার্ডের মোঃ মোসলেহউদ্দিন মেম্বার,৮নং ওয়ার্ডের মফিজুল ইসলাম মেম্বার,৯নং ওয়ার্ডের মনির হোসেন মেম্বার প্রমুখ। এছাড়া চেয়ারম্যান এর পিএস মনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। দায়িত্বগ্রহকালে দেলোয়ার হোসেন প্রধাণ বলেন,জনগণের কল্যাণে কাজ করতে পারাটাই জনপ্রতিনিধিদের প্রকৃত দায়িত্ব। সকল মেম্বারকে যার যার দায়িত্বের প্রতি সজাগ থাকতে হবে। আজকে থেকে আমাদের শপথ নিকে হবে মিলে মিশে কাজ করবো। মিলে মিশে কাজ করলে নিজের সুনাম বাড়ে জনগণও উপকৃত হয়।