বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের কলাগাছিয়ায় মাদক বিরোধী সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় স্থানীয় কলাগাছিয়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ মনির হোসেন মেম্বার। তরুন সংগঠক মোঃ সাহাবুদ্দিন ও মোঃ কাইয়ুমের উদ্যোগে সমাবেশে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী ভোলানাথ দাস,৭নং ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম মেম্বার,সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য উম্মে হাবিবা পান্না,সাবেক সদস্য নাসিমা মেম্বার,সাবেক সদস্য আবু হানিফ মেম্বার,সচেতন নাগরিক কমিটির নেতা তথা যুবলীগ নেতা ইসতিয়াকউদ্দিন জারজীছ,৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশে,সমাজ সেবক জাহাঙ্গীর আলম জুয়েল,মোঃ জাকির হোসেন বেপারী,তাসলিম আহমেদ,মোঃ ফারুক হোসেনসহ এলাকার সর্বস্তরের ব্যাক্তিবগ। সমাবেশ শেষে এলাকাবাসী সুচিয়ারবন্দ গ্রামের কুখ্যাত মাদক সম্রাট জনি ও মাদক সম্রাজ্ঞী শিউলীর বাড়ীতে হামলা ভাংচুর তান্ডব চালায়। এ সময় ওই বাড়ী থেকে ৩ শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।