বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণ বলেছেন,পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা আমি উচ্চ শিক্ষা অর্জণ করতে পারিনি কিন্তু তারপরও আমি চাই আমার মতো কেউ যাতে উচ্চ শিক্ষার্জণ থেকে বঞ্চিত না হয়। এলাকাবাসীর সুবিধার্থে আমাকে যদি সৃষ্টিকর্তা তওফিক দান করেন তাহলে চেয়ারম্যান থাকি বা না থাকি এই এলাকায় একটি মেডিকেল কলেজ নির্মাণ করে যাবো ইনশাল্লাহ। যতকিছুর বিনিময়ে হোকনা কেন যত কষ্টই হোকনা কেন আমার মা-বোনের চিকিৎসার স্বার্থে উন্নতমানের একটি চিকিৎসালয় এই মাটিতে গড়ে তোলা হবেই। শুক্রবার দুপুরে ২নং মাধবপাশাস্থ আলহাজ¦ খোরশেদুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ে রাজধানীর সিকদার মেডিকেল হসপিটালের তত্ত¡াবধানে সমাজ সেবক আলহাজ¦ আবু বকর সিদ্দিক আবুল ও তার মেয়ে ডাঃ সোনিয়ার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সেবা প্রদাণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। দেলোয়ার প্রধাণ আরো বলেন,ডাঃ সোনিয়া আমাদের এলাকার মেয়ে সে দেশের একজন ভাল মানের ডাক্তার এটা আমাদের গর্বের বিষয়। তার যে ইচ্ছা শক্তি তার পিতা আলহাজ¦ আবু বকর সিদ্দিক আবুল সাহেবের যে অনুপ্রেরণা আমার বিশ^াস তারা ইচ্ছে করলেই আমাদের কলাগাছিয়া ইউনিয়নে একটি উন্নতমানের হাসপাতাল করা খুবই সহজ এবং দ্রæত সম্ভব। আমি তাদের পিতা-কণ্যার জন্য দোয়া করি তারা যেন এই অঞ্চলবাসীর সেবাদানে সব সময় এগিয়ে আসেন। মেডিকেল টীমের দায়িত্ব পালণ করেন সিকদার মেডিকেল হসপিটালের অধ্যাপক ডাঃ গোলাম নবী,ডাঃ গোলাম রাব্বানী,ডাঃ বাবু,ডাঃ সোনিয়া আক্তার,ডাঃ দেবী,ডাঃ শারমিন.ডাঃ জুঁই,ডাঃ মারিয়াম,ডাঃ নির্ঝণা,ডাঃ সুস্মা,ডাঃ আস্থা,ডাঃ স্মৃতি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনাল হক,আকরাম হোসেন,রিয়াজুল ইসলাম.মিলন মাহমুদ,আহসানউল্লাহ মিয়া,নূর মোহাম্মদ,রোমান মিয়া,জান্নাতুল ফেরদৌস,আলমগীর হোসেন,আলাউদ্দিন প্রধাণ,মিজান মাষ্টার,ইলিয়াস শেখ প্রমুখ।