বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের বীরমুক্তিযোদ্ধা মোঃ চান শরীফ (৬৫) আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টায় তার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদীস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে ভূগছিলেন। বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাকে শেষ বিদায় জানাতে ছুটে যান বন্দর থানা কমান্ডার হাজী আব্দুল লতিফ,ডেপুটি কমান্ডার কাজী নাছির, সাংগঠনিক কমান্ডার মোঃ আলী,বন্দর থানা অর্থ কমান্ডার হাজী আইয়ূব আলী,থানা সাংস্কৃতিক কমান্ডার খোরশেদ আলম খসরু,বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন,হাজী শফি কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার আক্কাস আলী মীর,শাহেনশাহ,মোঃ গোল মোহাম্মদ,আলী হক,মোঃ তপনসহ প্রমুখ মুক্তিযোদ্ধার পরিবারকে শান্তনা ও সমবেদনা জানান। উল্লেখ্য,মরহুম চান শরীফ
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার ওসমান গনী ভূঁইয়ার অধীনস্থ সোনারগাঁয়ে ট্রেনিং প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।