নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কলগাছিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ,ধাওয়া পাল্টা ধাওয়া রিকশা ও মোটরবাইক ভাংচুরসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মহিলাসহ প্রায় ৪০জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের চুনাভূড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন লাঙ্গল প্রতীকধারী আলহাজ্ব দেলোয়ার প্রধাণের সমর্থক দবির চৌধুরী(৪৫),তার পুত্র রাহাত(১৮), শাহাদত হোসেন (২৮),এনামুল (৩২), টিপু (৫০), কবির (৩২), তৌফিক (২২), খাইরুল (৩৫), সজিব (২৮) মমিন (২৩) বিল্লাল (২৪) ও মনির (৩৬)। নৌকা প্রতীকধারী প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থক আরমান (৩০), দেলোয়ার (৩২), গিয়াস উদ্দিন বাবু (৬৪), তাসলিমা (৪৫), নাদিম (১৬)। আহতদের মধ্যে দেলোয়ার প্রধানের সমর্থক দবির চৌধূরী,এনামুল ও শাহাদাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টপাল্টি অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া,চুনাভূড়া,শুভকরদী,আলীসহারদী এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,উভয় থানায় পক্ষের অভিযোগ নেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। তাই উভয় প্রার্থীকে নির্বাচনি আচরন বিধি লংঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকধারী প্রার্থী দেলোয়ার প্রধাণের সমর্থকরা শুক্রবার বিকেল ৫টায় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিপরীত প্রান্ত হতে আসার সময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকধারী প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরা ঘারমোড়ার কর্মীসভায় যোগদানের জন্য মিছিল নিয়ে রওনা দেয়। মিছিলটি চুনাভূড়া এলাকা পৌছলে এ সময় নৌকার সমর্থকদের সঙ্গে লাঙ্গলের সমর্থকদের সামান্য বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডা থেকে হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা চলতে থাকলে ঘটনাটি সংঘর্ষের পর্যায়ে রূপ নিলে এতে ঘটনাস্থলেই লাঙ্গল প্রতীকের দবির চৌধুরী,তার পুত্র রাহাত,শাহাদত হোসেন,এনামুল,টিপু,কবির, তৌফিক, খাইরুল,সজিব,মমিন,বিল্লাল ও মনির ।