আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। উদ্ধারকৃত বহু লাশ এমনভাবে থেঁতলে গেছে বা পুড়ে গছে, এমনকি পরিবারের সদস্যরাও স্বজনদের লাশ চিনতে পারছেন না।
পশ্চিমবঙ্গের সাংবাদিক কল্পনা প্রধান জানাচ্ছেন, সরকারি কর্মকর্তারা এখনো পর্যন্ত মোট বারোজনকে শনাক্ত করতে সমর্থ হয়েছেন। রাতভর চলা উদ্ধারকাজে ১৪ থেকে ১৫টি ক্রেন নামিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সকালেও একটি লাশ উদ্ধার হয়েছে।
কল্পনা প্রধান জানাচ্ছেন, ঘটনাস্থলে বড় যে লোহার পাতটি পড়ে আছে তার নিচে একটি লরি চাপা পড়ে রয়েছে, তার ভেতরে ঠিক কতোজন আটকে আছেন বা মারা গেছেন সেটি এখনো বলা যাচ্ছে না।
উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী মাড়োয়ারি রিলিফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার জন্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম পরস্পরের ওপর দোষারোপ করা হচ্ছে।
তবে ফাইওভার ভেঙে পড়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠান।
ঐ কোম্পানির মুখপাত্র কেপি রাও বলেছেন, প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর এমন ঘটনা কি করে ঘটলো সেই বিষয়টিতে তারা আশ্চর্য হয়েছেন।এদিকে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর প্রধান ওপি সিং জানিয়েছেন, ভারী কংক্রিট কাটার জন্য যন্ত্র ব্যাবহার করা হচ্ছে।
কলকাতার সবচে জনবহুল এলাকাগুলোর একটি, গিরিশ পার্ক এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভেঙে পড়ে ফাইওভার।
প্রায় দুই কিলোমিটার লম্বা ফাইওভারটি ২০০৯ সাল থেকে নির্মাণ করা হচ্ছিলো। কাজ শেষ করার সময়সীমা কয়েক দফা পার করেও শেষ হয়নি নির্মাণ কাজ।