মো: শরীফুল ইসলাম,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর এলডিপি’র আহবায়ক হাজী কামাল প্রধাণ বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন পুরুষ ড.কর্নেল(অব) অলি আহম্মদ বীর বিক্রম রাজনৈতিক প্রেক্ষাপটে বিরাট ভুমিকা পালন করেছে। তিনি সব সময় দেশের জন্য, সাধারন জনগণের জন্য রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন।
শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনহা মিলনায়কক্ষে এলডিপির “চলমান রাজনৈতিক শীর্ষক ‘আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কামাল প্রধাণ আরো বলেন,অত্যন্ত দঃখের বিষয়ক আমরা আজকে সরকারের বাহিরে আছি। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা সেই মুক্তিযোদ্ধাদের আজকে পথে থাকতে হচ্ছে। এই অবৈধ সরকারের আমলে অনেক অবৈধ ঘটনা ঘটেছে। যা এই সরকারের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছে কারন অবৈধ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর কাধে বর করে রাষ্ট্র পরিচালনা করছেন। যে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য রাখা হয়েছে আজ তাদের হাতে সাধারন নিরীহ জনগণকে খুন হচ্ছে। কামাল প্রধাণ আরো বলেন,সাম্প্রতিক র্যাবের প্রধান বিভিন্ন গনমাধ্যমকে বলেছেন নারায়ণগঞ্জ ৭ খুনের সাথে র্যাব জড়িত নয়,এটা র্যাব নয় জাতির কাছে লজ্জাজনক কলংকময় ঘটনা যা কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জনগণ আশাবাদী না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন যাদের ফাসির আদেশ দিয়েছেন তাদের মধ্যে র্যাবের সিওসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কে ?।
কামাল প্রধাণ আরো বলেন,গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেছে। কিন্তু সরকার ঐ নির্বাচনে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে নিরবে কারচুপি করেছেন। যা নির্বাচন কমিশন কোনো ভাবেই তাদের দায় ভার এরিয়ে যেতে পারবে না। এছাড়াও নির্বাচনের দিন ভোটারদের আশে পাশে সব ধরনের গণপরিবহন বন্দ করে মেয়া হয়েছে যা ভোটাররা প্রতিবাদ করার পরও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি। অথচ নিরব ভোট কারচুপির জন্য ২২ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল উম্মুক্ত রেখেছেন নির্বাচন কমিশন।
আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন সুষ্ঠু করার জন্য যদি বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় এরিয়ায় ভোটারদের গনপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু ঢাকা থেকে যে ট্রেন চলাচল করে হাজার হাজার লোক নারায়ণগঞ্জ কারা আসছিল নির্বাচনের দিন ট্রেনে ?
কামাল প্রধাণ আরো বলেন,এই সরকারের আমলে জনগন নিরাপদ নয়,তাই আমরা চাই অনতি বিলম্বে এই সরকারের পদত্যাগ করে একটি নিরপক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন দিবেন। যে নির্বাচনের মাধ্যমে সাধারন জনগন তাদের ভোটার অধিকার প্রয়োগ করে একটি বৈধ সরকার নির্বাচিত করবে এটাই আমাদের প্রত্যাশা।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর এলডিপি’র আহবায়ক হাজী কামাল প্রধাণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাঈদ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তথা বিকল্প ধারা কেন্দ্রীয় কমিটির হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাপ্তাহিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক সোহেল রানা প্রমূখ।