বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ।
শুক্রবার ( ১ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় শহরের নয়ামাটি দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয় ।
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেশ সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অরুন দাস, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক উত্তম সাহা, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত মল্লিক, সোনারগাঁও কমিটির সভাপতি লোকনাথ দত্ত, আড়াইহাজারের সভাপতি হারাধন দত্ত, বন্দরের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর প্রমুখ ।
এ সময় কমান্ডার গোপিনাথ দাসের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ।