বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল জব্বার খান পিনু’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে নামাজের জানাজা শেষে উপজেলার মাসুমাবাদে পারিবারিক কবরস্থানে তাকে সমাহীত করা হয়। এর আগে, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মরহুম আব্দুল জব্বার খান পিনু’র কফিনে গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার আতিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আমানুল্লাহ।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ১৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৩০ এপ্রিল গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জব্বার খান পিনু ইন্তেকাল করেন (ইন্নালিল্লিাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Attachments area