স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
মোটরসাইকেল নিবন্ধন ফি কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
এ বিষয়ে সোমবার বিআরটিএ-এর পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি— এ ধরনের ১০০ সিসির মোটরসাইকেল নিবন্ধন ফি ১৩ হাজার ৯১৩ টাকা থেকে কমিয়ে ৯ হাজার ৩১৩ টাকা করা হয়েছে। জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি— এমন ১০০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১২ হাজার ৭৩ টাকা।
এর আগে ২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেলের নিবন্ধন ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল।