বিজয় বার্তা ২৪ ডেস্ক
এবারের অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ তে এসেছে তরুণ উদীয়মান কবি ও লেখক বাপ্পি সাহার ৩য় একক কাব্যগ্রন্থ- ‘স্মৃতির ক্যানভাসে’। বইটি প্রকাশ করেছে ‘শ্রাবন প্রকাশনী’। প্রচ্ছদ শিল্পী রবীণ আহসান। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার স্টল নাম্বার ৪৫০-৪৫১-৪৫২।
বইটি প্রসঙ্গে তরুণ এ কবি বলেন, আসলে আমি লেখালেখি আমার প্রাণ। খুব অল্প সময়ের লেখালেখির জীবনে আমি অনেক গুরুজনদের স্নেহ ভালবাসা ও অনুপ্রেরণা পেয়েছি। যা আমাকে আরো এগিয়ে যাওয়ার উৎসাহ যুগিয়েছে। আমার আগের দু’টি কাব্যগ্রন্থ রাঙা প্রজাপতির ডানা ও ছায়াদ্বীপ। প্রতিবারই আমি চেষ্টা করেছি পাঠকদেরকে নতুন কিছু উপহার দেয়ার জন্য। এবারো সেভাবেই চেষ্টা করেছি। এর মাধ্যমে তরুণ এ উদীয়মান কবি বাপ্পি সাহা পাঠকদের অনুরোধ করে বলেন- আমি পাঠকদেরকে অনুরোধ করব আপনার অমর একুশে গ্রন্থমেলায় আসুন, আপনাদের পছন্দের বইগুলো কিনুন। পাশাপাশি যদি ভাল লাগে তাহলে আমার ‘স্মৃতির ক্যানভাসে’র একটি করে বই সংগ্রহ করুন।