প্রেস বিজ্ঞপ্তি, বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কবি এড. মোহাম্মদ নূরুল আলমের ৬৭তম জন্মদিন আজ ২৭ জানুয়ারি শুক্রবার।কবির জন্মদিন উপলক্ষে প্রত্যাশা সাংস্কৃতিক গোষ্ঠি ও দৈনিক ভোরের কথার পক্ষ হতে আগামীকাল ২৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় চাষাঢ়া খাজা সুপার মার্কেটের তৃতীয় তলায় দৈনিক ভোরের কথা অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রত্যাশা সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মোঃ শহীদ উল্লাহ। কবি মোহাম্মদ নূরুল আলমের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করার জন্য তাঁর ভক্তবৃন্দ ও শুভাকাঙ্খিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রত্যাশা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. শহীদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মুক্তার হোসেন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মীর আনোয়ার হোসেন,দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, কবি সাংবাদিক ও লেখক সীমান্ত প্রধান, বন্দর থানা সমিতি’র কার্যকারী সভাপতি মোঃ জসিমউদ্দিন ভূইয়া,নাসিক ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, চৈতন্য নাট্য গোষ্ঠীর সভাপতি মো: নূর হোসেন, লোক সংগীত শিল্পী মোঃ সেলিম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রিয়াদ হাসান,দৈনিক ভোরের কথা পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ গোলাম সবুজ প্রমূখ।উল্লেখ্যঃ-প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত শীতলক্ষ্যা বিধৌত বন্দরনগরী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার শিল্পসমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সোনাকান্দায় ১৯৫০ সালে ২৭ জানুয়ারি মোহাম্মদ নূরুল আলম জন্ম গ্রহণ করেন। পিতা- মৌলভী মোঃ জাহেদ আলী ও মাতা-সবমেহের বেগম। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি, ১৯৭৫ সালে সাংবাদিকতায় এম.এ এবং ১৯৮০ সালে ডিপ্লোমা ইন ব্যাংকিং ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭১ সালে দেশের অভ্যন্তরে স্থানীয় জনগণকে সংঘঠিত করে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। মোহাম্মদ নূরুল আলম ৭০ দশক থেকে কবিতা চর্চা করছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ প্রিয়তমা তোমার ভালবাসা, জীবন যেখানে কথা বলে, ভালবাসার অন্যরূপ, জোছনায় খেলা করে, কথা দিলাম, আকাশকে ছোয়া যায়না, তোমাকে যখন মনে পড়ে, স্বাধীনতা আমার স্বাধীনতা, আমার ঠিকানা, লড়াই জেগে ওঠা বাঙালি, এলোমেলো ভাবনা, জাতির পিতা, মন ছুঁয়ে যায় ও মোহাম্মদ নূরুল আলম কাব্যসমগ্র-১, শিশুতোষ কাব্যগ্রন্থ চারিদিকে সোরগোল ও চাঁদের পরীসহ তার প্রকাশিত কাব্য গ্রন্থের সংখ্যা ২৫টি। তিনি নিয়মিত কবিতা, ছড়া, গান ও গজল রচনা করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত।সামাজিক কর্মকান্ডের জন্য তাকে “”American Biographical Institute (ABI)” কর্তৃক “American Medal of Honor” পদক প্রদানসহ ২০০১ সালে ম্যান অব দ্যা ইয়ার ঘোষণা করা হয়। তার স্ত্রী সৈয়দা ফারহানা আলম একজন বিদুষী। তিনি দুই কন্যা সৈয়দা কামরুন নাহার দোলন ও সৈয়দা কানিজ নাহার দিয়ার জনক। মোহাম্মদ নূরুল আলম একজন সাবেক ব্যাংকার। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ সাবেক মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার স্মৃতিপদক ২০০৫, বঙ্গবন্ধু স্মৃতি পুরষ্কার, বেগম রোকেয়া স্মৃতি পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি বেগম রোকেয়া স্মৃতি পরিষদের উপদেষ্টা।