বিজয় বার্তা ২৪ ডট কম
কবিতাপ্রেমী রুচিশীল পাঠকের হৃদয়ে পরিপূর্ণ প্রাপ্তির আচঁড় দিতে প্রকাশিত হলো ‘ক্যানভাস’। যৌথ কাব্যগ্রন্থের পটভূমে এক অনবদ্য গঠনশৈলি নিয়ে এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল ১৩ জন কবির দুই শতাধিক মনকাড়া কবিতার সমন্বয়ে নির্মিত হয়েছে ২২৪ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থটি। ক্যানভাস প্রকাশনীর ব্যানার থেকে প্রকাশিত হওয়া এই কাব্যগ্রন্থের সম্পাদনা করেছেন কবি নাজমুল ইসলাম সীমান্ত।
বইটি একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে। প্রাপ্তিস্থানঃস্টল নং-৬২৪, (বইমেলা-২০১৮;সোহরাওয়ার্দী উদ্যান), পরিবশকঃ নব সাহিত্য প্রকাশনী, অনলাইন পরিবেশকঃ রকমারি ডট কম, আমাদের বই ডট কম।