নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজের ২৫বছর পূর্তি রজত জয়ন্তী ও নবীনবরণ উৎসবমুখর পরিবেশে পালণ উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নন্দিত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান। শুক্রবার সকাল ১১টায় তিনি স্ব-শরীরে উপস্থিত হয়ে আয়োজনের নানা বিষয়াদি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় তিনি কলেজ অধ্যক্ষ’র কার্যালয়ে উদযাপন কমিটির সকল সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সাংসদ সেলিম ওসমান অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নানা দিক নির্দেশণা প্রদান করেন। সাংসদ সেলিম ওসমান ছাড়াও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের,বন্দর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,কদমরসুল বিশ্ব বিদ্যালয় কলেজ’র গভর্ণিং বডি’র সভাপতি প্রফেসর ড,শিরিন বেগম,অধ্যক্ষ মাহতাবউদ্দিন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন,সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,কলেজ গভর্ণিং বডি’র সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ ও মোঃ সিরাজুল ইসলাম,আলহাজ্ব জাহাঙ্গীর আলম মৃধা,মোঃ সোহেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু,শ্রমিকলীগ নেতা মোঃ শহীদুল্লাহ প্রধাণ,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ,যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনু,রানা প্রধাণ,ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। মতবিনিময় সভায় সাংসদ সেলিম ওসমান সম্মিলিত প্রচেষ্টায় কদমরসুল বিশ্ববিদ্যালয় কলেজের রজত জয়ন্তী উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে পালণের আহবান জানান।