বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় শারমিন জুট বেলার্সের গুডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দিবাগত রাত ২ টায় নাসিকের ১৮ নং ওয়ার্ড এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। টানা ৬ ঘন্টা ধরে জ্বলছে এই আগুন। আগুন দেখে পাটের গোডাউনে কর্মরত শ্রমিকরা আতংকে বের হয়ে আসে। স্থানীয়রা ও শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে মন্ডল পাড়া সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুনের লেলিহান শিখা তীব্র আকার ধারন করায় হাজীগঞ্জ ও ফতুল্লা ফায়ার সার্ভিস সহ ৭টি ইনউনিট আগুন নিয়ন্ত্রনে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রনে কাজ করতে গিয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে পাটজাত দ্রব্য আমাদানী রপ্তানি করা হয়। প্রায় এক হাজার শ্রমিক কাজ করে এই গোডাউনগুলোতে। আনুমানিক রাত ২টায় আগুন দেখে শ্রমিকরা গোডাউন থেকে বের হয়ে আসে। মূহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। যার প্রায় পাচটি গোডাউনে আগুনে পুরে ধ্বংস স্তপে পরিনত হয়। বৈদ্যুতিক সট সার্কিট আগুনের সূত্রপাত তারা ধারনা কসছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, আনুমানিক রাত ২ টায় শারমিন জুট বেলার্সের গুডাউনে আগুন লাগে। আনুমানিক ভোর ৬ টায় আগুন নিয়ন্ত্রনে আসে এবং আগুন বৃদ্ধি পাওয়ার কোন সম্ভবনা নেই আপাতত। এই মূহুর্তে আহত নিহতের দাবিদার নেই। আমাদের একজন সদস্য আহত রয়েছে। বর্তমানে অগ্নি নিয়ন্ত্রন জাহাজ কাজ করছে এবং ৭ টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান অগ্নি নির্বাপন শেষে তদন্ত করে বলা যাবে।