বিজয় বার্তা ২৪ ডট কম
কক্সবাজার থেকে আসা বিপুল পরিমান ইয়াবা সহ নারায়ণগঞ্জে সোনারগায়ে এক মাদক কারাবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) মেঘনাঘাট সংলগ্ন আসারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে- ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে ২৩ হাজার ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. পারভেজ (২৮) কক্সবাজার জেলার সদর পৌরসভার মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।
সকালে বিষয়টি নিশ্চিত করে সোনারগাও থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও আমার নেতৃত্বে একটি টিম ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে। এসময় ভোরে ২৩ হাজার ৫শত পিছ ইয়াবাসহ পারভেজ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।