আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক শিবিরে মনোনয়ন দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলেন মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স।
স্থানীয় সময় মঙ্গলবার ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যের প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয় পেয়েছেন বার্নি।
পুরো প্রক্রিয়ায় যদিও সাবেক মার্কিন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে রয়েছেন স্যান্ডার্স, তবু ওয়েস্ট ভার্জিনিয়ার এ জয়ের মাধ্যমে এখনো মনোনয়ন পাওয়ার বিষয়ে নিজের আশা বাঁচিয়ে রাখলেন তিনি।
অন্যদিকে, রিপাবলিকান শিবিরে এই রাজ্যে অন্য কোনো প্রার্থী না থাকায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইভাবে নেবরাস্কা রাজ্যেও জয় পেয়েছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়, কিছুদিন আগে ইন্ডিয়ানা রাজ্যেও হিলারিকে পরাজিত করে জিতেছেন বার্নি স্যান্ডার্স। এক্সিট পোলের তথ্য অনুযায়ী, ওয়েস্ট ভার্জিনিয়া আসনের ফলটি ছিল খুবই বিচিত্র।
ডেমোক্রেটিক পার্টির ভোটারদের ৪০ শতাংশই চান এমন একজন প্রেসিডেন্ট, যিনি বারাক ওবামার চেয়ে কম উদার হবেন। এই দলটি তাই যোগ্য প্রার্থী হিসেবে স্যান্ডার্সকেই মনোনীত করেছে। এ ছাড়া ২৭ শতাংশ ভোটার চান, বারাক ওবামার চেয়ে উদার প্রেসিডেন্ট। এই দলটিও ভোট দিয়েছেন তাঁকে।
তবে পরপর দুটি রাজ্যের প্রাইমারিতে বার্নি স্যান্ডার্স জিতলেও এতে দলীয় মনোনয়ন পেতে হিলারির পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে একজন প্রার্থীর দুই হাজার ৩৮৩ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটন দুই হাজার ২৩৯ জনের সমর্থন পেয়েছেন। অন্যদিকে স্যান্ডার্স পেয়েছেন এক হাজার ৪৬৯ জন প্রতিনিধির সমর্থন।
হিলারির সমর্থকদের মধ্যে সুপার ডেলিগেট রয়েছেন ৫২৩ জন আর বার্নি স্যান্ডার্সের পক্ষে রয়েছেন মাত্র ৩৯ জন সুপার ডেলিগেটস। অর্থাৎ চূড়ান্ত মনোনয়নের জন্য হিলারির যেখানে ১৪৪ ডেলিগেটসের ভোট প্রয়োজন, সেখানে স্যান্ডার্সের প্রয়োজন ৯১৪ জনের ভোট।