বিজয় বার্তা ২৪ ডট কম
বৃহস্পতিবার পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম এর সাথে সাক্ষাত করে দোয়া চান। এ সময় মুফতী মাসুম বিল্লাহর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সেক্রেটারি সুলতান মাহমুদসহ, ইশা ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নায়েবে আমীর নেতা কর্মীদেরকে বলেন, আল্লাহভীতি নামক গুণ সবাইকে অর্জন করতে হবে। কারণ এ একটি গুণই প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তরকে দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মসাৎ, খেয়ানত প্রভৃতি অন্যায় থেকে মুক্ত রাখতে যথেষ্ট। এ গুণের ফলে মাটির এ ধরার মানুষগুলো ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হয়। আইনের শাসন নিশ্চিত হয়; বিচারের বাণী নিভৃতে কাঁদে না। ন্যায় ইনসাফ ও সাম্যের পতাকাবাহী রাষ্ট্রাধিনায়ক উমর (রা.) ভৃত্যকে উটে চড়িয়ে ও নিজে পথ প্রদর্শক হয়ে যে সাম্যতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসের অন্য কোথাও এ বিরল ঘটনার নমুনা খুঁজে পাওয়া যাবে না। এ কথা সর্বজন স্বীকৃত যে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই শান্তির আবাসন তৈরি হয়েছে। ইতিহাস স্বাক্ষ্য ইসলামি রাষ্ট্রের সুফলে আকৃষ্ট হয়ে অমুসলিমরাও নিজেদের আবাসস্থল ছেড়ে স্বেচ্ছায় ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করেছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোটের জন্য এসেছেন। ভোট মানে সাক্ষ্যদান, সুপারিশ করা, ওকালিত করা। আল্লাহভীরু, সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যেমনি বিরাট সওয়াবের কাজ একইভাবে অযোগ্য ও অসৎ ব্যক্তিকে ভোট দান মিথ্যা স্বাক্ষ্য, মন্দ সুপারিশ ও অবৈধ ওকালতি হিসেবে এবং এর মারাত্মক ফলাফল ভোট দাতার আমল নামায় লিপিবদ্ধ হবে। মনে রাখতে হবে ভোট পবিত্র আমানত এর খেয়ানত করলে জবাবদিহী করতে হবে। বিকেল ৩টা থেকে মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া, চৌধুরীপাড়া, পশ্চিমপাড়া, মিজমিজি, সানারপাড়, তাঁতখানা, এনায়েত নগর, বৌবাজার, চৌধুরী বাড়ি, মধুগর, তালতলার মোড়, ফয়েজ মার্কেট, মাতবর বাজার, মাঝপাড়া, জালকুড়ি পশ্চিম পাড়া, দক্ষিণপাড়া এলাকা নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।