নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও সোমবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোডের্র অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের স্কুলগুলোতে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহন শুরু হয়। পরীক্ষার সূচিপত্র অনুযায়ী সোমাবার বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। পরিক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। এসময় পরীক্ষার্থীদের নিয়ে এসেছেন তাদের অভিভাবকরা। তবে অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত এবং অনেক অভিভাবককে উৎফুল্ল দেখা গেছে। পরীক্ষা শুরু হওয়ার পর পরই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন শহরের বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন।
সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ হাজার ২৫৩ জন। তবে দাখিল ও কারিগরী পরীক্ষার্থী কমেছে ৪১৭ জন।
সূত্রে আরো জানা যায়, এবার জেলায় দাখিল পরীক্ষার্থী কমেছে ২৫৪ জন ও কারিগরী পরীক্ষার্থী কমেছে ১৬৩ জন। চলতি বছর ১৯টি কেন্দ্রে ২৩ হাজার ৮৯০ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদিকে চলতি বছরে ৭টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ২ হাজার ২০৪ জন। ১১টি কেন্দ্রে ভোকেশনালে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০২ জন। এ বছর নারায়ণগঞ্জ জেলা থেকে সর্বমোট ২৬৮৯৬ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করছে।