মৌলভীবাজার,বিজয় বার্তা ২৪
এসএসসি পরীক্ষার ফল জানা হল না ফাইয়াজ আহমদের। ফল প্রকাশের আগের রাতে চাচার ছুরিকাঘাতে খুন হয় সে।
মঙ্গলবার রাত ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরভীপাড়ায় এ ঘটনা ঘটে। ফাইয়াজ আহমদ ব্যবসায়ী শামীম মিয়ার ছেলে। সে এ বছর শ্রীমঙ্গলের দি বার্ডস রেসিডেন্টসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আজ তার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে ফাইয়াজ আহমদ ভাত খেতে বসলে চাচি তাকে ঠা-া ভাত এনে দেন। এ নিয়ে চাচির সঙ্গে তার রাগারাগী হয়। দুজনের মধ্যে ফাইয়াজের মা এসে জড়িয়ে পড়লে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ফাইয়াজের চাচা জাকারিয়া আহমদ ফাইয়াজের মাকে গালিগালাজ করেন। ফাইয়াজ এর প্রতিবাদ করলে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে ছুঁরি দিয়ে ফাইয়াজ ও তার মাকে আঘাত করেন। আহতবস্থায় তাদের শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাইয়াজ মারা যায়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ লাশ উদ্বার করের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পরিবারের সদস্যরা জাকারিয়াকে আটক করে পুলিশে দিয়েছে।