নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
এলাকার উন্ন্য়ণ অব্যহত রাখতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আলী হোসেন আলা বলেন সিদ্ধিরগঞ্জের ১০াট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশী উন্নয়ণের কাজ করা হয়েছে ৭নং ওয়ার্ডে। এর আগে ইউনিয়ণ, পৌরসভা থাকাকালে এ এলাকাটি অবহেলিত ছিল। এখন ৭নং ওয়ার্ড একটি মডেল ওয়ার্ডে পরিনত হয়েছে। এ ওয়ার্ডে রাস্তাঘাট, মসজিদ, স্কুল-কলেজের পরিপূর্ণতা হয়েছে। কিছুদিনের মধ্যে বাকি অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবো বলে আশা রাখছি আপনাদের সহযোগীতায়। সিদ্ধিরগঞ্জ আদমজী কদমতলী কলেজ পাড়া বড় পুকুরপাড় এলাকায় মাদকসেবীদের একটি আস্তানা গুড়িয়ে দিয়ে মুক্তিযোদ্ধা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, নির্মান কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এসব কথা বলেন নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা। এ সময় উপস্থিত ছিলেন- সমাজ সেবক হাজী জাহাঙ্গীর , আলাউদ্দিন মেম্বার, গুলজার হোসেন, আব্দুর রশিদ, শাহাবুদ্দিন, জাকির হোসেন, সেলিম মজুমদার, মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা দুধ মিয়া সরদার, হাজী আবুল কালাম আজাদ, ওয়াজউদ্দিন, ফিরোজ আহাম্মেদ, লাবলু, সুমন, আক্তার শিকদার, আ:কাইয়ুম, শেথ দুলাল, মুনজু, আ:হালিম, সবুজ, প্রমূখসহ এলাকাবাসী।
মসজিদ নির্মানে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশে আলী হোসেন আলা বলেন, আপনাদের লিজকৃত জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মান করছেন সে জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। তাই এখানে আমি ওয়াদা করছি এ মসজিদটি সিটি কর্পোরেশনের আওতাধিন করার জন্য চেষ্টা করব ও মসজিদের তত্ত্বাবধনের জন্য সিটি কর্পোরেশন কোন অনুদান আসে তাহলে প্রথম অনুদানটি মুক্তিযোদ্ধা মসজিদের জন্য দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমার কোনো চাওয়া-পাওয়ার নাই। আমার শেষ ইচ্ছা এলাকাবাসীর পাশে থেকে এলাকার উন্ন্য়ণ করা। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখা। ৭নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও সুশিক্ষিত ওয়ার্ডে রুপান্তর করা। আমি মাদক খাইনা মাদকসবীদের পশ্রয়ও দেইনা। মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বলছি, আপনারা ভাল হয়ে যান। না হলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় তিনি অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখবেন তারা যেনো মাদকের ছোবলে না জড়িয়ে পড়ে। যারা মাদক বিক্রি ও সেবন করে তাদেরকে ধরে গনধোলাই দিয়ে আমাকে খবর দিবেন আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।
সবশেষে তিনি ৭নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী কয়েকমাসের মধ্যে জাইকার অর্থায়নে এ ওয়ার্ডের পাশে থাকা ৩ি কিলোমিটার ডএন্ডডি সেচ খালে আধুনিকায়ন প্রকল্প গড়ে তোলা। সেখানে চিত্তবিনোধনসহ পাকৃতিক সৌন্দর্যের সমাহার থাকবে।