বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের এলাকাবাসী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নব নির্বাচিত কাউন্সিলর সফিউদ্দিন প্রধান।
শুক্রবার বিকেল ৪ টায় নন্দীপাড়া এলাকায় সফিউদ্দিন প্রধানের গনসংবর্ধনা অনুষ্ঠানে এই ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় হাজী বারেক মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ডি এন রোড বায়তুল মাহফুজ জামে মসজিদের সাধারন সম্পাদক হাজী মো. সালাউদ্দিন, বাবু সমীর কর, বাবু মনোরঞ্জন ঘোষ, হাজী নূর হোসেন প্রধান, সাবেক কৃতি ফুটবলার ইব্রাহিম হোসেন পিলু, ডা. শাহ নেওয়াজ চৌধুরী, সহ স্থানীয় এলাকাবাসী।
খোকন সাহা বলেন, ১৪ নং ওয়ার্ডবাসী ভোট দিয়ে সফিউদ্দিন প্রধানকে নির্বাচিত করেছেন। সফিউদ্দিন প্রধানও আমি আশা করবো এই ওয়ার্ডের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। হিন্দু মুসলিম সবাইকে এখানে ঐক্যবদ্ধভাবে বসবাস করে। সে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবেন।