বিজয় বার্তা ২৪ ডট কম
আদমজী সুমিলপাড়াবাসীর যাতায়াতের র্দুভোগ লাঘবের জন্য আদমজী শাহী মসজিদ থেকে মুড়ির কারখানা পর্যন্ত বাশেরপুল নির্মান করা হয়েছে। ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল এর নিজস্ব অর্থায়ানে এ বাশেরপুলটি নির্মান করা হয়। বৃহস্পতিবার দুপুরে কাউন্সিলর আদমজী নতুনবাজার, কমিউনিটি হাসপাতাল, সোনামিয়া বাজার, শাহী মসজির এলাকা পরিদর্শনের সময় এলাকাবাসী বাশেরপুল করে দেওয়ার কাউন্সিলরকে ধ্যনবাদ জানান।
এসময় কাউন্সিল সিরাজুল ইসলাম মন্ডল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, সুমিলপাড়ার চলাচলের রাস্তাটির কয়েক দিন ধরে পানির নিচে রয়েছে। চলাচলে অসুবিধা হচ্ছে। তার উপর শিতলক্ষ্যা নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টির পানিতে রাস্তাটি তলিয়ে গেছে। তাই সুমিলপাড়া বাসীর র্দুভোগের কথা চিন্তা করে বাশেরপুল করা হয়েছে। পানি কমলে দ্রুত রাস্তাটি সংস্কার করা জন্য সিটি কর্পোরেশেন উদ্যোগ নিবেন বলে তিনি জানান।