স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
এবারের ইউপি নির্বাচনে জাতীয় পার্টির কয়জন প্রার্থী জিতেছে, তা জানেন না দলের নেতা-কর্মীরা। দলের নিয়মিত খোঁজ-খবরও রাখেন না তারা। এ কারণে নেতা-কর্মীদের ওপর অসন্তুষ্ট দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার দুপুরে রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ‘আসন্ন কাউন্সিলের লোগো উন্মোচন’ অনুষ্ঠানে নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ডে আক্ষেপ প্রকাশ করেন প্রাক্তন এই রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘তোমরা নিজের দলের কোনো খোঁজ-খবর রাখো না। এভাবে সংগঠন হয় না। তোমরা অনেকে বলতেই পারবে না, জাপার কতজন এবারের ইউপি নির্বাচনে জয়লাভ করেছে।’
‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ শ্লোগানের মাঝখানে লাঙল প্রতীক সম্বলিত লোগো দলের ৮ম জাতীয় কাউন্সিলের জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো উন্মোচন করেন। আগামী ১৪ মে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৮ম জাতীয় সম্মেলন হবে।
অনুষ্ঠানে এরশাদ বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি সারা দেশে আবার নতুন করে জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। নেতা-কর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।
জাতীয় পার্টির সাংগঠনিক সফলতা তুলে ধরে এরশাদ বলেন, ‘২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পরও ইউপি নির্বাচনে আমাদের ৩৫ জন প্রার্থী জয়লাভ করেছে। আমাদের ওপর যেভাবে অন্যায়-অত্যাচার করা হয়েছে, সে তুলনায় আমরা অনেক ভালো ফল লাভ করেছি। আমাদের মতো বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্বই থাকবে না।’
বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এভাবে নির্বাচন হয় না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে।’
অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করে শোনান। এ সময় তিনি বলেন, ‘সারা দেশে জাতীয় পার্টির আমলের উন্নয়ন কর্মকাণ্ড আজও সাক্ষী হয়ে রয়েছে। এই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গণমানুষের দুয়ারে দূয়ারে যেতে হবে। তুলে ধরতে হবে জাতীয় পার্টির উন্নয়ন ও সমৃদ্ধির ইতিহাস।’
তিনি আরো বলেন, ‘জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি সংগঠিত ও শক্তিশালী হবে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার।
উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাইদুর রহমান টেপা, তাজুল ইসলাম চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান শেরিফা কাদের, এ টি এম গোলাম মওলা চৌধুরী, যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, মো. নোমান এমপি, সরদার শাহজাহান, মহিলা পার্টির সেক্রেটারি অন্যন্যা হোসাইন মৌসুমী, শ্রমিক পার্টির আশরাফুজ্জামান প্রমুখ।